সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রোড ক্র্যাশ প্রতিরোধে ডিএমপি কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের রোড ক্র্যাশ প্রতিরোধে দক্ষতা বাড়াতে দুই দিনের প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। কর্মশালায় রোড ক্র্যাশ প্রতিরোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সমাপনী দিনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, গতিসীমা লঙ্ঘন এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো আচরণ দুর্ঘটনার জন্য দায়ী। তিনি পুলিশ সদস্যদের কঠোরভাবে সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ ও আইন বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রশিক্ষণে পুলিশ কর্মকর্তাদের ক্র্যাশ তদন্তের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ট্রাফিক ও ক্রাইম বিভাগের সমন্বয়ে ক্র্যাশ তদন্তের প্রক্রিয়া উন্নত করার আহ্বান জানানো হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর কোঅর্ডিনেটর আবদুল ওয়াদুদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার, ডিএনসিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, জিআরএসপি এশিয়া-প্যাসিফিক ম্যানেজার ব্র্যাট হারম্যান, সিনিয়র রোড পুলিশিং এডভাইজর অ্যাল স্টুয়ার্টসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রথম দিন ‘রোড পুলিশিং লিডারশিপ’ এবং দ্বিতীয় দিন ‘গতি: রোড ক্র্যাশের অন্যতম ঝুঁকি’ বিষয়ক সেশন হয়। ৬০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন এবং বেপরোয়া গতি, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালনার ঝুঁকি ও তা প্রতিরোধে করণীয় শেখেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাট হারম্যান ও অ্যাল স্টুয়ার্ট, যারা ‘সেফ সিস্টেম’ পদ্ধতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিতের কৌশল, গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি, চেকপয়েন্ট ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

শেষ দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার। উপস্থিত ছিলেন এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর গোলাম হোসেন, ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর রেজাউর রহমান, সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী ও ভাইটাল স্ট্রাটেজিসের টেকনিক্যাল এডভাইজর আমিনুল ইসলাম সুজন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: