সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জিসান-শাহাদতের নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৫ম কমিটি

ডেইলি সিলেট ডেস্ক ::

দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসানকে সভাপতি ও দেশ রুপান্তর ডিজিটালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটি-২০২৫।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভবনস্থ কনফারেন্স রুমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহাবুবুর রহমান জনি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম এবং সংগঠনটির সাবেক সভাপতি নিহার সরকার অংকুর ।

কমিটিতে সদস্যদের অন্যান্যদের মধ্যে রয়েছে সহ-সভাপতি শর্মিষ্ঠা ভট্টাচার্য (বাংলা এফএম), যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ণব আচার্য্য (বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন (বাংলাদেশ জার্নাল), অর্থ সম্পাদক জান্নাত জাহান জুই (সান নিউজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোহান চিশতী (বাংলাভিশন ডিজিটাল)। কার্যনির্বাহী সদস্য নবাব মো. শওকত জাহান কিবরিয়া (দৈনিক আমার সংবাদ), নওসাদ আল সাইম (ফটোগ্রাফার), সাফিনা গাজী এমি (বিডি টাইম ২৪), আশরাফুল আলম (ফটোগ্রাফার), সানজানা অর্পা (বাংলাভিশন) ও রেফায়েত আলম রাব্বি (সংবাদ লাইভ ২৪)।

নব-নির্বাচিত সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেসক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সামনের দিনে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে কাজ করবে। সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলাই আমাদের লক্ষ্য। দায়িত্বের জায়গা থেকে চেষ্টা থাকবে সে ধারাবাহিকতা বজায় রাখা।

শহীদদের শ্রদ্ধা জানিয়ে নজরুল ভাস্কর্যে বিকেলে পুষ্পস্তবক অর্পণ করে নবনির্বাচিত কমিটি। আগামী একবছর দায়িত্ব পালন করবে এই কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: