cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
রংপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ্ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জামতলার গর্ন্ধকপুর প্লাজার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার পাঁচগাছী ইউনিয়নের পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদ মিয়া (১৮) নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে পীরগঞ্জ পৌরসভার কুদ্দুস মিয়ার ছেলে আনিছুর রহমান রানু (৩২) মারা যান।
এ দুর্ঘটনায় গুরুত্বর আহত দুজন হলেন-উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলী বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম বাবু (১৮) ও পৌরসভার ওসমানুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল মিয়া (৪২)।
পীরগঞ্জ বড়দরগাহ্ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে একজন নিহত ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা গেছেন। আহতদের চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।