সর্বশেষ আপডেট : ৪৩ মিনিট ৪০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পার্লামেন্টে কোন সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না: হাসনাত

ডেইলি সিলেট ডেস্ক ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পার্লামেন্টে কোন সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না। জাতির প্রতি যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে।

সোমবার বিকালে চুয়াডাঙ্গায় আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদের শেখ হাসিনা কিনতে পারে নাই, আপনারাও আমাদের কিনতে পারবেন না, কোনো রাজনৈতিক দল আমাদের কিনতে পারবে না। এই তরুণ প্রজন্ম দ্ব্যর্থ কণ্ঠে বলতে চায় আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে কোন সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না।

তিনি বলেন, কেবলমাত্র ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি, তরুণদের মন বুঝতে হবে। তরুণদের ভাষা বুঝতে প্রবীণ রাজনীতিকরা ব্যর্থ হয়েছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুর্নবাসনের পরিকল্পনা করছে। আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ খুনিদের বিচার করতে হবে। তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি, পারবে না।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত স্থানীয় সংগঠক সাফফাতুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: