সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জবিকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানাল প্রশাসন

ডেইলি সিলেট ডেস্ক ::

গুচ্ছ নিয়ে ইউজিসি চত্বরে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রতিষ্ঠানকে নিয়ে অশালীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। এমন মন্তব্য একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। সমালোচনা হতে হবে যুক্তিযুক্ত ও শালীন। অযাচিত এবং অবমাননাকর ভাষার ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশালীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে কি না, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে আহবান জানানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেভাবে অমার্জিত মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। কোনো উস্কানিতে আমরা প্রভাবিত হব না এবং আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বহাল থাকবে। এটাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সঠিক পথ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: