সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নাটোরে কারখানায় অভিযান, প্রায় ২ কোটি টাকার মাছের খাদ্য-ঔষধ জব্দ

ডেইলি সিলেট ডেস্ক ::

নাটোরে শহরের বলারিপাড়া এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ মাছের খাদ্য ও ঔষধ জব্দ করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে কারখানায় অভিযান চালায়।

এসময় বিদেশ থেকে আমদানি করা ১৭ ধরনের ঔষধ জব্দ করা হয়। জব্দ করা ঔষধ ও খাদ্য ও সরঞ্জামের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করছে মৎস্য বিভাগ।
স্থানীয়রা জানান, গোপলগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের রিপন বিশ্বাস বাড়িটি ভাড়া নিয়ে এই মাছের ঔষধ বাজারজাত করছেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বিদেশ থেকে আমাদানি করা এই মাছের ঔষধের কোনো কাগজপত্র নেই। পাশাপাশি আলফা বায়োটেকলজি নামের এই প্রতিষ্ঠাননের অনুমতি নেই। এখান থেকে মাছের এই ঔষধগুলো তাদের নামে প্যাকেট করে বাজারজাত করা হতো।

সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, আমদানি করা এই ঔষধগুলো মানসম্মত কি না তা নিশ্চিত হতে ১৭টি ঔষধের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিষ্ঠানটির মালিক রিপন বিশ্বাসকে ফোন করে ডাকা হলেও তিনি কারখানায় আসেননি। ঔষধগুলো জব্দ করার পাশাপাশি মৎস্য বিভাগের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: