সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দুই কার্যদিবসের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে স্মারকলিপি

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপিটি জমা দেন তারা।

এসময় ‘সম্মিলিত ডাকসু আন্দোলনের’ পক্ষে উপস্থিত ছিলেন আরবি বিভাগের শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ,ইংলিশ ফর স্পিকার অফ আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের শিক্ষার্থী লিমন হাসান, সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার,আরবি বিভাগের শিক্ষার্থী মো.আব্বাস উদ্দিন,একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মো.নাফিউর রহমান, সংস্কৃত বিভাগের শিক্ষার্থী জান্নাত বুলবুল এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ হোসেন।

স্মারকলিপিতে ছাত্ররাজনীতির সমাধানে ডাকসুর গুরুত্ব, ডাকসু নিয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব নিয়ে হতাশা,এবং দুই কার্যদিবসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভান্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিগণ। যেটি তুলে আনার একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন। ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে বর্তমানে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন তথা ডাকসুর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন।

প্রশাসনের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে শিক্ষার্থীরা বলেন,কিছুদিন পূর্বে একটি কমিশন গঠন করা হলেও কমিটির সুপারিশমাল্য অনুযায়ী কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এ ব্যাপারে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। অধিকাংশ ছাত্রসংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিলো, সে ব্যাপারেও কোনোরূপ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদের জানা নেই। তাছাড়া নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সাথে হবে বলে আমরা মনে করি না। সবদিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করছি আমরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা প্রসঙ্গে হতাশা প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, গত পরশু জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। অথচ প্রত্যাশা ছিলো নতুন বাংলাদেশের মৌলিক নেতৃত্বের মতো করে ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারটিতেও নেতৃত্ব দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যার কারণে বর্তমান ঢাবি প্রশাসনের উপর আমরা দারুনভাবে হতাশ হয়েছি, অন্ততঃ এই বিষয়টিতে।

আগামী দুই কার্যদিবসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আময়া দাবি করছি যে আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: