cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
জার্মানির মধ্যাঞ্চলীয় শহর মাগদেবুর্গে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে হয়েছে দুই শতাধিক মানুষ।
স্থানীয় সময় শুক্রবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে। পরে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, এই ঘটনা গভীরভাবে তদন্ত করা হবে।
পুলিশ বলছে, ওই ব্যক্তি ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। সম্প্রতি বার্নবার্গে চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন ৫০ বছর বয়সী এই নাগরিক।
জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।
মূলত, ২৫শে ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। শুক্রবার সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল।
পরে সন্ধ্যা সাতটার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যায়। এরপর জার্মানির নানা শহরে ‘ক্রিসমাস মার্কেটগুলো’ আতঙ্কে বন্ধ করে দেয়া হয়।
পুলিশ বলেছে, এই হামলাকারী জঙ্গিবাদী কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তদন্ত চলছে। হামলার ঘটনার পর ম্যাগডেবুর্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে। কারণ পুলিশের তথ্য অনুযায়ী, ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।