cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং সদর উপজেলার বিলাসদী ও শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক এই তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান ।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০), রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। অপরদিকে আহত রফিকুল ইসলাম (৫০) শিবপুর উপজেলা কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে নরসিংদী রায়পুরা উপজেলার দড়িহাইরমারায় এলাকায়। দুপুরে ওই এলাকার কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন চালক আনোয়ার হোসেন। এসময় সাব্বির পিছন দিক দিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে যান এবং ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
পরে বিকেলে নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আল্লাহ চত্বরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আহত হন জয়নাল উদ্দিন নামে এক পথচারি। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বিকেলে শিবপুর উপজেলার কারারাচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, পৃথক ৩টি দুর্ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জন মারা যায়। এবং একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।