cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
থাইল্যান্ডে বিষাক্ত সায়ানাইড দিয়ে ১৪ বন্ধুকে হত্যার অভিযোগে এক নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ব্যাংককের আদালত এক ধনী বন্ধুর খাবার ও পানীয়তে বিষ মেশানোর অপরাধে ৩৬ বছর বয়সী সারারাত রাংসিউথাপর্নকে দোষী সাব্যস্ত করেছে। তাঁকে ২০ লাখ বাথা (৫৭ হাজার ৬৬৭ ডলার) ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বছর অভিযুক্ত সারারাত তাঁর বন্ধু সিরিপর্ন খানওংয়ের সঙ্গে ভ্রমণে যান। সেখানে সিরিপর্নের মৃত্যু হয়। তখন এই নারী প্রাকৃতিক কারণে মারা গেছেন, এমনটা মেনে নিতে অস্বীকৃতি জানান তাঁর আত্মীয়স্বজন। পরে ময়নাতদন্তে তাঁর শরীরে সায়ানাইডের চিহ্ন পাওয়া পাওয়া যায়। এক পর্যায়ে পুলিশ সারারাতকে গ্রেপ্তার করেন।
তদন্তে জানা যায়, ২০১৫ সাল থেকে এভাবে বিষ দিয়ে আরও বেশ কয়েকজনকে হত্যা করেছেন তিনি। তিনি টার্গেট করেছিলেন, এমন এক ব্যক্তি বেঁচে যান বলে অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, স্থানীয় মিডিয়ায় সারারাত অ্যাম সায়ানাইড নামে পরিচিত। এই নারীর জুয়া খেলার আসক্তি ছিল। তিনি ধনী বন্ধুদের টার্গেট করে তাদের গহনা এবং মূল্যবান জিনিসপত্র চুরি করতো। সারারাত তাঁর বন্ধু সিরিপর্ন খানওং (৩২) এর সঙ্গে ২০২৩ সালের এপ্রিল মাসে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে ভ্রমণে যান। যেখানে তারা একটি নদীতে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।