সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২০ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

১২ দিন পর চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

চিলমারী-রৌমারী রুটে ফেরি ১২ দিন পর ফেরি চলাচল শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে গত ৮ নভেম্বর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৭টি পণ্যবাহী পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে চিলমারী ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ছেড়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

সংশ্লিষ্টরা জানান, বুধবার দুপুর থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ইতোমধ্যে দুপুর দেড়টার দিকে ৭টি পণ্যবাহী পরিবহন নিয়ে ফেরি কুঞ্জলতা রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। এখন ধারাবাহিকভাবে অপর একটি ফেরি কদম সেটিও চলাচল করবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় চিলমারী বন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ১ সপ্তাহ অপেক্ষার পর বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রমনা ঘাট থেকে চলে গেছে।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফিট এলাকা খনন করা হয়েছে। খননের সব ধরনের কাজ শেষ হয়েছে। নির্বিঘ্নে ফেরি চলাচলের জন্য নদীর বিভিন্ন স্থানে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারীর বলদ মারা ঘাটে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি বিভিন্ন জায়গায় মাটির সঙ্গে আটকে যাচ্ছিল। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রেখে খনন করা হয়। মঙ্গলবার খননকাজ শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: