cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জুয়েল চৌধুরী। তবে ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা ছিল তার। বিদেশের মাটিতে গিয়েও ভালোবাসার গান ছাড়েননি তিনি।
বরং বিদেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে বেশ কিছু গান করেছেন জুয়েল। সেসব গান প্রশংসিতও হয়েছে। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে গান করেছেন জুয়েল।
বিদেশ থেকেই কালবেলার সঙ্গে কথা বললেন এই শিল্পী। জানালেন, এবার তার পরিকল্পনা দেশীয় শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন গান করা। সুযোগ পেলে দেশের মাটিতে কনসার্টও করতে চান।
‘মানি হানি’ শিরোনামে গানের আফ্রিকায় সংগীতে আত্মপ্রকাশ করেন জুয়েল। সেটি প্রকাশ পায় ২০০৬ সালে। ২০১০ সালে ‘পেইন কিলার’নামে প্রথম অ্যালবাম প্রকাশ পায় এই শিল্পীর।
এরপর শুধুই এগিয়ে যাওয়ার পালা। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তার সঙ্গে প্রথম গান করেন ২০১৫ সালে। ‘শো মি দ্য মানি’শিরোনামে গানটির মাধ্যমে সংগীতে তার পরিচিতি বাড়তে থাকে। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
নতুনভাবে এসজাভার সঙ্গে আরও একটি গান করেছেন জুয়েল। গানের শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এই গানে এসজাভা জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। নতুন গানটির সাফল্য নিয়েও আশাবাদী তিনি।