সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৮ সেকেন্ড আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘বাড়িওয়ালা নাইরে বাড়ি …’ গজলের গীতিকার আর নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে ছেড়ে চলে গেলেন প্রখ্যাত গজল ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’-এর গীতিকার আব্দুল কাদির হাওলাদার।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যু সংবাদে সংগীতাঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার লেখা ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে….’ গজলটি আজও মুগ্ধ করে বাংলাদেশসহ বিশ্বের বাঙালি মুসলমানদের।

গীতিকার আব্দুল কাদিরের জানাজা বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে হওয়ার কথা।

গীতিকার আব্দুল কাদির হাওলাদারের মৃত্যুতে কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, আব্দুল কাদির হাওলাদার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৭-৮ বছর আগে থেকে। প্রায়ই পল্টনে দেখা হতো, কথা হতো, একসঙ্গে চা খেতাম, নাস্তা করতাম। এখন সে সবই স্মৃতি হয়ে গেছে। মহান রব তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

পাশাপাশি তিনি বলেন, এমন একজন কালজয়ী গীতিকার, যিনি আমাদের জীবনকে গান, গজল, কবিতা দিয়ে স্পর্শ করেছিলেন, আজ তার জানাজা পড়ার দায়িত্ব আমাদের হাতে। চলতি ইসলামি বই মেলায় অনেকবার তার সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া তিনি বলেন, কিছুদিন আগেও মাসিক মদিনা পাবলিকেশনের সামনে মদিনার সম্পাদক ড. আহমদ বদরুদ্দীন খান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তখন আব্দুল কাদির হাওলাদার ভাই এসে আমাদের বললেন, ‘নেকের সঙ্গে আমার ছবি আছে, খতিব সাহেবের সঙ্গে তো আমার কোনো ছবি নেই।’ এইভাবে আমাদের মাঝে সাদৃশ্যপূর্ণ হাস্যরস ছিল। আমরা ভাবতেই পারিনি, তিনি এত তাড়াতাড়ি আমাদের মাঝে আর থাকবেন না। বার্তায় মরহুমের পরিবার ও শোকার্তদের প্রতি মুফতি ইমরানুল বারী সিরাজী গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন।

গীতিকার আব্দুল কাদিরের লেখা ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ গজলটি তুলে ধরা হলো :

চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চির তরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চির তরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম, মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম, মসজিদের মাইকে…

বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে

তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনী হাওয়ায় উড়া তুমিযে রঙ্গিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনী হাওয়ায় উড়া তুমিযে রঙ্গিন ঘুড়ি হুম …হুম …..হুম ….

সুতায় টান দিলে মালিক……. ও…….ও……..ও……… সুতায় টান দিলে মালিক, পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে

বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরী, টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম, কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরী, টাকার ও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম, কত অহংকার হুম …হুম …..হুম ….

দামী কাপড় ছেড়ে হবে………. ও…….ও……..ও……… দামী কাপড় ছেড়ে হবে, সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে

যাদের সাথে চলতে তুমি, থাকতে দিবা নিশি, জানাজায় শরিক হবে, তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি, থাকতে দিবা নিশি, জানাজায় শরিক হবে, তোমার প্রতিবেশী হুম …হুম …..হুম ….

স্বজনেরা নিয়ে যাবে…….. ও……….ও………ও……… স্বজনেরা নিয়ে যাবে, তোমাকে পালকিতে….. বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: