cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকাই ছবির বর্তমান প্রজন্মের জনপ্রিয় ও সবচেয়ে সুন্দরী নায়িকা পরীমণি। প্রেম, বিয়েসহ নানা কারণে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় ছিলেন এ চিত্রনায়িকা। সংবাদের শিরোনাম হয়েছেন বারবার।
একবার এই অভিনেত্রীকে মাদক মামলায় যেতে হয়েছিল জেলেও। সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা সবাইকে জানাতে চান তিনি। লিখতে চান বইও। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরী মণির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে নায়িকা বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে।
সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।
জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই পরী আরও বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ।
কেউ কেউ মুখে ব্লে ড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’
পরী জানান জেলে কিছু বন্দির সঙ্গে তার ভালো সম্পর্কও তৈরি হয়েছিল। নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে।
বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!
২০২১ সালের ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণিকে আটক করে র্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে আনলেন পরীমণি।
তবে বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন তিনি।
এছাড়া খুব শিগগিরই টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীকে। সেখানে ‘ফেলুবক্সী’ নামে এক সিনেমায় দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।