সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বন্যার্তদের পাশে শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব

ডেইলি সিলেট ডেস্ক ::

বন্যার্ত ১৬৫টি পরিবারের মাঝে এক সপ্তাহের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক সংগঠন শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ইউকে রিলিফের সহযোগিতায় এ ত্রাণ কর্মসূচি পালন করা হয়। ট্যুরিস্ট ক্লাবের পক্ষ থেকে গত ৩ অক্টোবর সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ৪০টি পরিবারের মাঝে এবং গত ৪ অক্টোবর বন্যা নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন ও ২নং দাদপুর ইউনিয়নের ৫৫টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নে ৭০ টি পরিবারেরস মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দাতব্য সংস্থার ইউকে রিলিফের চেয়ারম্যান হাফিজ মাওলানা কাদির আহমেদ তারিক এবং শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা শাহ।

ট্যুরিস্ট ক্লাবের সভাপতি শোয়াইব মাহমুদ বলেন, “আগস্টে বন্যা শুরু হলে প্রথম ধাপে আমরা মৌলভীবাজার, ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় জেলায় জরুরী ত্রাণ বিতরণ করি। এবার পুণরায় আমরা আবার বন্যা পরবর্তী ত্রাণ নিয়ে ওই তিনটি জেলায় যায়। যেখানে প্রতিটি পরিবারকে আমরা কয়েক সপ্তাহের খাবার দেই। পাশাপাশি আমরা বন্যার্তদের পুনর্বাসন নিয়েও কাজ করছি। প্রাথমিক ভাবে আমরা নোয়াখালী ও কুমিল্লায় কাজ শুরু করছি।”

শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব একটি ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন। যারা ভ্রমণের বাইরেও সর্বদা মানুষ ও দেশের সেবায় নিয়োজিত। এই সংগঠনটি চারটি উইং নিয়ে পরিচালিত- অর্গানাইজিং উইং, অ্যাডভেঞ্চার উইং, রিসার্চ উইং ও চ্যারিটি উইং। এবারের বন্যা পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমটি ছিলো ক্লাবটির চ্যারিটি উইং কর্তৃক পরিচালিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: