সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বেতন ও ঘর ভাড়া পাচ্ছেন না কুলাউড়ায় ৮৪ শিক্ষক

 কুলাউড়া প্রতিনিধি ::

কুলাউড়ায় ৮৪টি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ৮মাস যাবত বেতন পাচ্ছেন না। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আওতায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পি ই ডি পি-৪ সাব কম্পনেন্ট ২.৫। আর ডি আর এস বাংলাদেশ ও সহযোগী সংস্থা ইরা সুনামগঞ্জ এর মাধ্যমে, এক শিক্ষক বিশিষ্ট স্কুল পরিচালনা করে আসছে। ডিসেম্বর ২০২৩পর্যন্ত তাদের বেতন এবং ঘর ভাড়া পরিশোধ করা হয়েছে।

জানুয়ারি ২০২৪হইতে অদ্যাবধি ৮মাস যাবত কোন প্রকার বেতন ভাতা ও ভাড়ায় চালিত ঘরের ভাড়া দেওয়া হয় নাই। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ১৩টি ইউনিয়নের ৮৪টি স্কুলের শিক্ষক/শিক্ষিকারা ঘর ভাড়াসহ বেতন প্রাপ্তির জন্য একটি আবেদন করেছেন।

শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে আবেদন কারিরা হলেন, রিমা বেগম, নার্গিস আক্তার, সবিতা ধর, সাবিনা আক্তার, সর্বা কর্মকার, আসমা বেগম, চয়ন দেব, জয়নাল মিয়া, সানজিদা আক্তার শাম্মী, সারথী দোষাদ, আশীষ দেব, আলোমনি দাস, নিত্য মল্লিক, আব্দুল কাশেম, হাজেরা আক্তার, শিপাউর রহমান।
এ বিষয়ে রিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৪ এ শেষ হবে। কতৃপক্ষ গত ৮মাস যাবত আমাদের বেতন গৃহ মালিকদের গৃহের ভাড়া আটকে রেখেছে, বারবার যোগাযোগ করা হলেও কোনো সদ উত্তর আমরা পাচ্ছি না।

প্রকল্পের সুপারভাইজার আব্দুল গফফার চৌধুরীর জানান প্রকল্প থেকে আমরাও বেতন পাচ্ছি না।
প্রকল্পের এডি বিদুৎ বর্মন বলেন, সরকার পরিবর্তনের কারনে একনেকে বিলটি জমা আছে, পাস হলে’ই তাদের বেতন ও ঘর ভাড়া পরিশোধ করা হবে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি লিখিত আবেদনের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি কতৃপক্ষকে ডেকে এনেছিলাম তাদের কাছ থেকে জানতে পেরেছি একনেকে বিলটি জমা রয়েছে, বিলটি পাস হলেই শিক্ষক-শিক্ষিকাদের বেতন ও ঘর ভাড়া পরিশোধ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: