cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো (বাসভবন) সংলগ্ন এলাকা থেকে একটি সরকারি অস্ত্র (চায়না রাইফেল) উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচটি গুলিও উদ্ধার হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে উপাচার্যের বাংলোর গাড়ির গ্যারেজের পূর্বপাশের বাঁশঝাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে সিলেট মহানগরের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা ৬০ থেকে ৭০ জন পুলিশ সদস্য উপাচার্যের বাংলোয় অবস্থান নেন। পরে ওই পুলিশ সদস্যরা সাধারণের পোশাকে বের হয় যান। এ সময় অস্ত্রটি তাদের কেউ ফেলে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, ‘উপাচার্যের বাংলোর প্রাচীরের ভেতরে বাঁশঝাড়ে পরিচ্ছন্নতাকর্মীরা অস্ত্রটি পেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়। এটি সরকারি হারিয়ে যাওয়া অস্ত্র। অনেক দিন ধরে অস্ত্রটি খোঁজা হচ্ছিল।’
শাবিপ্রবি প্রক্টর মোখলেছুর রহমান বলেন, ‘পুলিশ সদস্যদের অস্ত্রই ছিল এটি। কাজ করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন আমরা পুলিশকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে গেছে।’