cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ফরম্যাটে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। যদিও সম্প্রতি সেই পরিসংখ্যান বদলানোর চেষ্টায় রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারত চ্যালেঞ্জ নিয়ে মুখিয়ে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষ এসেছে বাংলাদেশের। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরুর আগে আকাশ কিছুটা মেঘলা। শান্ত জানান এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে তাই বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানান, টস জিতলেও তিনিও বোলিং বেছে নিতেন।
চেন্নাইতে খেলা হচ্ছে লাল মাটির উইকেটে। যেখানে বাউন্স ও গতি থাকবে। এমন উইকেটে দুই দলের সমন্বয়ই একইরকম। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে ভারত-বাংলাদেশ। দুই দলের বিশেষজ্ঞ স্পিনাররাই আবার অলরাউন্ডার।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নামছে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে কখনও না হারলেও প্রতিবেশীদের হালকাভাবে নিচ্ছে না রোহিতের দল। ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। এর আগে ১৩ বারের মুখোমুখি দেখায় ভারতের জয় ১১টিতে, দুইটি ম্যাচ হয়েছে ড্র।
একনজরে দেখে নিন দুই দলের একাদশ-
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।