সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কিংবদন্তি অ্যান্ডারসনের বিদায়

ডেইলি সিলেট ডেস্ক ::

অবসান হলো একটি মহাযুগের। ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসনকে বিশ্বক্রিকেটে আর খেলতে দেখা যাবে না। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে জিমির ক্লাস উপভোগ করতেন পুরো বিশ্বের ক্রিকেটভক্তরা।

অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। পরিসংখ্যান বলছে, লর্ডসের মাটিতে সিরিজের প্রথম টেস্টে তিনি বল হাতে মোটের ওপর সফল। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। আড়াই দিনের আগেই ক্যারিবিয়ান বধ করে সিরিজে এগিয়ে গেছে ইংরেজরা।

ডানহাতি এই ফাস্ট বোলারের ক্যারিয়ারই বলে দেয়, টেস্টের কত উঁচু মাপের খেলোয়াড় তিনি। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি, পেসারদের মধ্যে প্রথম। ১৮৮টি ম্যাচ ও ৩৫০ ইনিংসে ৪০ হাজারের বেশি বল করেছেন তিনি। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে গড়লেন এমন কীর্তি। প্রথম তিনজনের সবাই স্পিনার। এই সময়ে ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট শিকার করেছেন ‘জিমি’।

বিশ্বক্রিকেটে একাধিক বিরল রেকর্ড রয়েছে জিমির। একঝলকে জেমস অ্যান্ডারসনের সেরা ৫ নজির-

অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০৪টি উইকেটের মধ্যে ২৪৯টি উইকেট তিনি নিয়েছেন কট বিহাইন্ডের মধ্যে দিয়ে অর্থাৎ উইকেটরক্ষক ক্যাচ ধরেছেন। এছাড়া সব থেকে বেশি বোল্ড আউট করার তালিকাতেও টেস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন জিমি, করেছেন ১৩৭বার বোল্ড আউট। এখানে সবার আগে রয়েছেন মুত্তিয়া মুরলিধরন, তিনি ১৬৭বার বোল্ড আউট করেছেন।

পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফার নেওয়ার নজির রয়েছে জেমস অ্যান্ডারসনের। এক ইনিংসে ৩২বার পাঁচটি করে উইকেট নিয়েছেন জিমি, তাঁর সামনে রয়েছেন ৩৫টি ফাইফার নেওয়ার স্যার রিচার্ড হার্ডলি

একটি ভেনুতে ১০০-র বেশি উইকেট নেওয়ার টেস্টে চারজন ক্রিকেটারের নজির রয়েছে। রঙ্গনা হেরাথ, মুত্তিয়া মুরলিধরন ও স্টুার্ট ব্রডের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে তারও ঝুলিতে রয়েছে এক ভেনুতে (লর্ডসে) ১০০ উইকেটের নজির।

পেস বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসনই। তার সামনে ৭০৪ উইকেট নিয়ে রয়েছেন প্রয়াত অস্ট্রেলয়িান কিংবদন্তি শেন ওয়ার্ন এবং ৮০০ উইকেট নিয়ে সবার আগে রয়েছেন মুরলিধরন। তবে তারা দুজনেই স্পিনার, অ্যান্ডারসন পেসারদের মধ্যে সবার আগে।

দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে জিমির। শচীন টেন্ডুলোর সর্বোচ্চ ২০০টি টেস্টে দেশের হয়ে মাঠে নেমেছিলেন, ১৮৮টি টেস্ট ম্যাচ খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: