cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
দোলা রহমান ও শামীম হাসানের দ্বেতকণ্ঠে প্রকাশ হয়েছে ‘তোমারই মোহে’। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ কে পরাগ। বৃহস্পতিবার (৪ জুলাই) অদিত রহমানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর নজর কেড়েছে সঙ্গীতপ্রেমীদের। ভিডিওচিত্রসহ পুরো নির্মাণের প্রশংসা করছেন নেটিজেনরা।
গানটির প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘এই গানটি আমার হৃদয়ের অনেক কাছের। কারণ এই গানটা আমি ও আমার বড় ভাই মিলে সাত বছর আগে সুর করেছিলাম। সে জায়গা থেকে এতো বছর পরে গানটি প্রকাশ করতে পেরে নিজের মধ্যেও একটা ভালো লাগা ও আনন্দ কাজ করছে। একই সাথে গানটি গাইতে পেরে আমি বেশ আনন্দিত। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
দোলা আরও বলেন, আমার শ্রোতারা ‘জোছনা’ গানটা অনেক ভালোবেসেছে এবং অনেকটা সময় ওই ধাঁচের গানের জন্য অপেক্ষা করেছেন। তাদেরকেই উৎসর্গ করা আমার এই ‘তোমারই মোহে’ গানটি। এই গানের সুর, সংগীত করেছেন অদিত রহমান এবং আমার সাথে গানটি গেয়েছেন শামীম হাসান। লিখেছেন রাকিব হাসান রাহুল।
শামীম হাসান বলেন, ‘গানটি আমার সবচাইতে পছন্দের গান। অদিত ভাই একজন গুণী সংগীত পরিচালক। তার সঙ্গে কাজ করা আমার জন্য অত্যন্ত গর্বের।’
গানটি প্রসঙ্গে অদিত রহমান বলেন, ‘শামীম ও দোলা গানটি দুর্দান্ত গেয়েছেন। গানটি প্রকাশের পর থেকেই সবার অনেক প্রশংসা পাচ্ছি।’