cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
হবিগঞ্জের চুনারুঘাটে ১৩ কেজি গাঁজাসহ ময়মনসিংহের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (১৩মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সাতছড়ি সড়কের চানপুর বাজারস্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েল (৩৮) কে গ্রেপ্তার করেন।
জুয়েলের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিয়ারচ এলাকার মৃত জলিল মিয়ার পুত্র।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রজিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোহা গাড়িযোগে গাঁজার চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ একটি নোহা গাড়ী জব্দ করা হয়। পরে মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন জেলায় যোগদানের পর জেলা পুলিশ মাদক ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ। মাদক মুক্ত করতে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান।