cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ছাতকে রাস্তায় মাটি ভরাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চন্দন মিয়া (৫৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন তাঁর ছেলে জাবেদ আহমদ।
তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের শওকত আলীর ছেলে কাওছার আহমদকে (৩০) আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে চন্দন মিয়া নিজ বাড়ীর রাস্তায় মাটি ভরাট করতে গেলে নিষেধ করেন খারাই গ্রামের তোতা মিয়ার ছেলে ইকবাল (৩৫) ও তার সহযোগিরা। বিষয়টি নিয়ে তুমুল বাকবিতন্ডার এক পর্যায়ে ইকবাল ও তার সহযোগীরা চন্দন মিয়া এবং তার ছেলে জাবেদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চন্দন ও তার ছেলে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করেন। চন্দনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ মল্লিক বলেন- ঘটনাস্থলে পুলিশ মোতায়ের করে রাখা হয়েছে।