cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক ফুটবলার যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দিতে বাদাঘাট-বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. তারেক আহমদ মোহন (২৫) জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। তিনি প্রবাসে ছিলেন। ভালো ফুটবলার হিসেবে তার সুখ্যাতি ছিলো।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
এ ঘটনায় আবুল হোসেন নামের ট্রাকচালককে আটক করেছে পুলিশ। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার মংলীপাড় এলাকার আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারেক আহমদ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাজে নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান। ঘটনার সময় বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি এবং সড়ক দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। এসময় বাদাঘাটের দিক থেকে বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক আসতে দেখে ট্রাকচালককে হাত দিয়ে ধীরে যেতে ইশারা দেন। কিন্তু ট্রাকচালক গতি না কমিয়ে উল্টো সোজা তার উপর দিয়েই গাড়িটি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তারেক মারা যান।
পরে স্থানীয় ট্রাকটিকে আটকালে জালালাবাদ থানাপুলিশ এসে মরদেহ উদ্ধার ও চালককে আটক করে।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।