cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রবিষয়ক অ্যাওয়ার্ড শো এটি। ১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।
রোববার (বাংলাদেশ সময় ৮ জানুয়ারি) অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসর।
এদিন আমেরিকার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বিশ্বে আলোড়ন তোলা সিনেমা ‘ওপেনহাইমার’। ছবিটির জন্য ক্রিস্টোফার নোলানের ঝুলিতে গেছে সেরা পরিচালকের পুরস্কার।
৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা) ওপেনহাইমার
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) পুয়োর থিংস
সেরা অভিনেতা (ড্রামা) কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
বিজ্ঞাপন
সেরা অভিনেত্রী (ড্রামা)
লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পার্শ্ব-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব-অভিনেত্রী ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা চিত্রনাট্য অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)
সেরা মৌলিক সুর লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)
সেরা মৌলিক গান হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্র: বার্বি, গীতিকার ও সুরকার বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল)
সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট বার্বি (গ্রেটা গারউইগ)
টেলিভিশন বিভাগ
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)
সেরা টিভি সিরিজ (ড্রামা) সাকসেশন (এইচবিও)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) কিয়েরান কালকিন (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) সারাহ স্নুক (সাকসেশন)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি) দ্য বিয়ার (এফএক্স/হুলু)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) আয়ো এডেবিরি (দ্য বিয়ার)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি বিফ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) স্টিভেন ইয়ুন (বিফ)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) আলি উং (বিফ)
সেরা পার্শ্ব-অভিনেতা ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)
সেরা পার্শ্ব-অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)