cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ঘন কুয়াশার চাদরে আজও ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ফলে ১৩৪টি ফ্লাইট ও ২২টি ট্রেন চলাচল বিলম্বিত হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক এতিবেদনে জানায়, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও রেলপথে চলাচল। গতকালের মতো আজও শতাধিক ফ্লাইট চলাচল বিলম্বিত হয়েছে। সকালে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পর দিল্লি এবং এর আশপাশের এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এরই জেরে ১৩৪টি ফ্লাইট ও ২২টি ট্রেন চলাচল বিলম্বিত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় দিল্লির সাফদারজং মানমন্দিরে দৃষ্টিসীমা ৫০ মিটারে নেমে আসে। আর দিল্লি বিমানবন্দরের কাছে পালাম মানমন্দির দৃষ্টিসীমা ২৫ মিটারে নেমে যায়। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশে দৃষ্টিসীমা ৫০ থেকে ২৫ মিটারের মধ্যে ছিল। ঘন কুয়াশা পড়েছে পাঞ্জাব থেকে পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত হরিয়ানা-দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।