cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
গত ৭ ডিসেম্বর জোয়া আখতার পরিচালিত সিনেমা সদ্যই দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ কন্যা সুহানা খানের। এরই মাঝে অমিতাভ বচ্চনের গেম-শো কৌন বানেগা ক্রোড়পতিতে এসেছিলেন সুহানা। সেখানে শাহরুখকে নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর দেয়ায় অমিতাভ বচ্চনের ধমক খেলেন সুহানা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুহানাকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ এই চারটি অপশনের মধ্যে কোনো সম্মান এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি? চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে।
সুহানা নিমেষে উত্তর দেন, পদ্মশ্রী। এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান।
এদিকে বেদং রায়ান তো বলেই দেন, এটা তুমি কী করে ভুল বলতে পারলে! ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা।
অমিতাভ বলেন, মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?
এপিসোড শুরুর আগে অমিতাভ সুহানাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহরুখ তাকে শিখিয়ে পাঠিয়েছেন কিনা। উত্তরে নবাগতা অভিনেত্রী বলেন যে তার বাবা বলেছেন অমিতাভ একটা সিনেমায় শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আজ যেন সুহানাকে সব সোজা প্রশ্ন করা হয়।