সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রোববার সারাদেশে বিএনপির মানববন্ধন

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশের জেলা সদরে মানববন্ধন করবে বিএনপি। গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে এ মানববন্ধন করবে দলটি। পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলো ও জোট এ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তবে নির্যাতিত পরিবারের সদস্যদের বেশি জমায়েতের নির্দেশনা দেয়া হয়েছে।

কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। রাজধানীকে গুরুত্ব দিয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলাও মানববন্ধন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। সরকারের দিক থেকে যদি বাধা-বিপত্তি আসলে সবকিছুকে প্রতিহত করে মানববন্ধন কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছে দলটির নেতাকর্মী।
আগামীকালের মানববন্ধন থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানা গেছে। তবে এখন হরতাল বা অবরোধের মত কর্মসূচি পরিহার করবে বিএনপি। নেতাকর্মীদের মাঠে নামাতে জনসম্পৃক্ত কর্মসূচি দেয়া হতে পারে। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসাবেশ কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় টানা অবরোধ ও হরতাল পালন করে বিএনপি। হরতাল ও অবরোধের ডাক দিয়েও মাঠে থাকেনি নেতারা। কর্মীদের উপস্থিতও ছিল কম। যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলো ১৫-২০ মিনিটের মিছিল করে দ্বায় সেরেছে। অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয় এসব কর্মসূচি।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বানের আগে মাঠের রাজনীতি জোরদার করতে চায় বিএনপি। নেতাকর্মী মাঠে নামেতে আগামীকালের মানববন্ধন গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির হাইকমান্ড। সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

শরীকদের মানববন্ধন

গণতন্ত্র মঞ্চ মানববন্ধন করবে কারওয়ান বাজার জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে। ১২ দলীয় জোট করবে বিজয় নগর পানির ট্যাংকের সামনে। বেলা ১১টায় শুরু হবে। জাতীয়তাবাদী সমমনা জোট করবে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে। শুরু হবে বেলা ১১টায় ।

এলডিপি মানববন্ধন করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সকাল ১১ টায় শুরু হবে। গণ ফোরাম ও পিপলস পার্টি করবে হাইকোর্টের কদমফুল ফোয়ারারের উল্টো দিকে। বেলা ১১ টায় শুরু হবে। গণ অধিকার পরিষদ করবে বিজয় নগর পানির ট্যাংকের সামনে বেলা ১১টায়।

গণতান্ত্রিক বাম ঐক্য মানববন্ধন করবে জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে। বেলা ১১টায় শুরু হবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) করবে পুরানা পল্টরের দলীয় অফিসের সামনে। বেলা ১১ টায় শুরু হবে। লেবার পার্টি করবে তোপখানা রোড মেহরাব প্লাজার সামনে। সকাল সাড়ে ১০টায় শুরু হবে। এবি পার্টি করবে বিজয় নগর বিজয় ৭১ হোটেলের সামনে। বিকেল ৩টায় শুরু হবে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। বেলা ১১টায় শুরু হবে। এছাড়াও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ মানববন্ধনে অংশ নিবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: