cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফায়ার রকওয়েতে আত্মীয়ের ছুরিকাঘাতে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। এতে আরও দুই পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, রোববার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর ওই বাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছিল হামলাকারী। এমনকি ঘটনাস্থলে যাওয়া দুই পুলিশ সদস্যকেও ছুরিকাঘাতে আহত করেছেন তিনি।
স্থানীয় পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাস্থলে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে তাদের কাছে এক নারী ফোন করেন। তিনি জানান, তার এক আত্মীয় তাদের পরিবারের সবাইকে মেরে ফেলছে। পরে দুজন পুলিশ সদস্যকে সেখানে পাঠানো হলে তারা রাস্তায় ওই হামলাকারীকে দেখতে পান। তখন হামলাকারী তাদের ওপরও হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
পরে ঘটনাস্থলে পুলিশের আরও সদস্য পাঠানো হয়। তারা ওই বাড়িতে গিয়ে প্রথমে একটি ১১ বছর বয়সী মেয়ে শিশুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ১২ বছরের এক ছেলে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেন।
হামলাকারীর পরিচয় প্রকাশ করে পুলিশ জানিয়েছে, তার নাম কোর্টনি গর্ডন। বয়স ৩৯ বছর। এর আগেও তিনি একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।