cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে পঞ্চম দিনে কারাগারে বন্দি আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এ নিয়ে চলমান যুদ্ধবিরতিতে ১৮০ ফিলিস্তিনি মুক্তি পেল। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা আরও ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে।
এছাড়াও ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে ইসরাইলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন নারী ও ১৫টি শিশু।
ইসরাইলের প্রিজন সার্ভিস (আইপিএস) জনিয়েছে, বন্দিদের পশ্চিম তীরের ওফার কারাগার এবং জেরুজালেম ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেয়া হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) আরও ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে ১০ জন ইসরাইলি আর বাকি দুজন বিদেশি।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে পঞ্চম দফায় মোট ৮১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে রাতে মুক্তি পাওয়া ৩০ জনসহ পাঁচদিনে ১৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ। গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরও দুদিন বাড়ানো হয়।