সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইইউ না দিলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন

ডেইলি সিলেট ডেস্ক ::

সম্প্রতি ইসরায়েল, ফিলিস্তিন ও মিসর সফরে গেছেন স্পেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সফরকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন না দিলেও তার দেশ এ থেকে পিছপা হবে না।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। এ সময় সাথে ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সেন্ডার ডি’রু। সেখানে দুই নেতাই গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেন। এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অনুসরণেরও আহ্বান জানান তারা।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আন্তর্জাতিক মহল এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে।

সানচেজ বলেন, যদি ইউভুক্ত দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয় তবে স্পেন তার নিজস্ব সিদ্ধান্ত নেবে।

এদিকে, সংবাদ সম্মেলন শেষ হতেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তেল আবিবে নিযুক্ত স্প্যানিশ ও বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করে। এবং সামাজিক যোগযাযোগমাধ্যম এক্সে ফিলিস্তিনকে সমর্থনের নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: