সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শিশুসহ ৫ জনকে ছুরিকাঘাতের ঘটনায় ডাবলিনে বিক্ষোভ-সহিংসতা

ডেইলি সিলেট ডেস্ক ::

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সহিংসতার মধ্যে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। ফলে থমকে গেছে শহরের গণপরিবহন চলাচল ব্যবস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় ছুরিকাঘাতের ঘটনার পর সেখানে তুমুল বিক্ষোভ শুরু হয়।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ডাবলিনের একটি স্কুলের বাইরে এক হামলা হয়। এতে ৫ বছর বয়সী এক মেয়ে ও ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর শহরের কেন্দ্রে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছে আরও দুই শিশু। তাদের একজন ৫ বছর বয়সী ছেলে এবং অন্যজন ৬ বছরের মেয়ে। ছেলেটিকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। আইরিশ গণমাধ্যম আরটিই বলছে, ওই মহিলা স্কুলে কাজ করেন এবং বাচ্চাদের দেখাশোনা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫০ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছিলো। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর সুপারিনটেনডেন্ট লিয়াম গেরাঘটি সাংবাদিকদের বলেন, আমাদের অনুসন্ধান থেকে আমি সন্তুষ্ট যে এখন পর্যন্ত হামলার সঙ্গে কোনো ‘সন্ত্রাসী’ সম্পর্ক নেই। এটি একটি বিচ্ছিন্ন হামলা বলে মনে করছি।

দেশটির প্রেসিডেন্ট বলেছেন, এই গ্রুপটি একটি এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে এই হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার আহত ৫ বছরের একটি শিশু গুরুত্বর আহত হয়েছে। তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: