সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইসরায়েল-হামাস যুদ্ধ: ৩৮ দিনে ৪২ সাংবাদিক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধের ৩৮ তম দিন আজ। চলতি সপ্তাহ থেকে হাসপাতালগুলোকে লক্ষ্য করে হামলা ও অভিযান বাড়িয়েছে ইসরায়েল। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ জন সাংবাদিক নিহত হয়েছে। খবর আল জাজিরা।

গত তিন দশক ধরে কাজ করা এই সংগঠনটি বলছে, এত কম সময়ে এত বেশি সাংবাদিক মৃত্যুর নজির আর নেই।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

সিপিজে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হামাস-ইসরাইল সংঘাতে ৪২ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি এবং একজন লেবানিজ। আর আহত হয়েছেন ৯ সাংবাদিক। এ ছাড়া নিখোঁজ রয়েছে তিনজন সাংবাদিক। আর এই যুদ্ধ চলাকালীন ১৩ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বর্তমানে যুদ্ধের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকরাও একাধিক হামলা, হুমকি, সাইবার আক্রমণ, সেন্সরশিপ এবং পরিবারের সদস্যদের মৃত্যুর অভিজ্ঞতা অর্জন করেছেন। ১৯৯২ সালে সিপিজে-এর তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক সময় বলছে সংস্থাটি।

সিপিজে-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচি সমন্বয়কারী শেরিফ মনসুর এক বিবৃতিতে বলেন, ‘এই হৃদয় বিদারক সংঘাতের খবর সংগ্রহ করার জন্য এই অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছেন।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: