সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শনিবার, ১৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের খসড়া ভোট কেন্দ্র প্রকাশ

ডেইলি সিলেট ডেস্ক ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফরিদপুরের চারটি সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের প্রকাশ করেছে ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়।

ফরিদপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৬৭ হাজার ১১২ জন। চারটি আসনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫৪, ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৬৬৩টি, এর মধ্যে পুরুষ ১৬৮১ এবং নারী ভোট কক্ষ ১৯৮২টি।

ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানান, চারটি সংসদীয় আসনের মধ্যে ফরিদপুর-১ আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত (বোয়ালমারী-মধুখালী- আলফাডাঙ্গা)। এ আসনের খসড়া মোট ভোটার ৪ লক্ষ ৫৩ হাজার ৬৭৬ জন । এর মধ্যে নারী ২ লক্ষ ২৩ হাজার ৬১৪ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ৩০ হাজার ৬১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৬টি, ভোট কক্ষের সংখ্যা ৯৭৬টি।

ফরিদপুর-২ আসন দুইটি উপজেলা নিয়ে গঠিত (নগরকান্দা ও সালথা)। এ আসনের খসড়া মোট ভোটার ৩ লক্ষ ২১ হাজার ৬০৯ জন । এর মধ্যে নারী ১ লক্ষ ৫৩ হাজার ৩৩৫ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৮ হাজার ২৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬৭৬টি।

ফরিদপুর-৩ সদর আসন। এ আসনের খসড়া মোট ভোটার ৪ লক্ষ ৩ হাজার ১০৮ জন । এর মধ্যে নারী ২ লক্ষ ১ হাজার ৭১ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯০২টি।

ফরিদপুর-৪ সংসদীয় আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন)। এ আসনের খসড়া মোট ভোটার ৪ লক্ষ ৮৮ হাজার ৮৫৬ জন । এর মধ্যে নারী ২ লক্ষ ৩৫ হাজার ৯৯১ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৮৬২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি, এবং ভোট কক্ষের সংখ্যা ১১০৯টি।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আরও বলেন, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি/ আপত্তি গ্রহণের শেষ তারিখ ৩১ আগষ্ট পর্যন্ত। কোন ব্যক্তির কোন আপত্তি থাকলে উক্ত সময়ের মধ্যে লিখিত ভাবে দাখিল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: