সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পুতিন সমালোচক নাভালনির আরও ১৯ বছর কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার রাজধানী মস্কো থেকে পূর্বে মেলেখোভো অঞ্চলের একটি আদালত তার বিরুদ্ধে আনা ছয়টি পৃথক অভিযোগের বিচার শেষে রায় ঘোষণা করে। অভিযোগের মধ্যে রয়েছে, উস্কানি, চরমপন্থি কর্মকাণ্ডে অর্থায়ন ও চরমপন্থি সংগঠন গড়ে তোলা।

পুতিন সমালোচক হিসেবে পরিচিত ৪৭ বছর বয়সী নাভালনি এরইমধ্যে বিভিন্ন অপরাধের দায়ে সাড়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। নাভালনি ও তার সমর্থকেরা এসব অভিযোগ ভুয়া বলে দাবি করে আসছেন। এরইমধ্যে নাভালনি ও তার দলের নেতা-কর্মীদের চরমপন্থী হিসেবে ঘোষণা করেছে রুশ প্রশাসন।

রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা ছয়টি আলাদা ফৌজদারি অভিযোগে নাভালনির ২০ বছরের জেল চেয়েছিলেন। তবে আদালত ১৯ বছরের কারাদণ্ড দেয়।

এদিকে এই কারাদণ্ডের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় বলে মনে করছেন তারা।

আরও পড়ুন…রাষ্ট্রদ্রোহের দায়ে পুতিনের সমালোচককে ২৫ বছরের কারাদণ্ড

এর আগে ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে জার্মানি নেয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত বছর দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় নাভালনিকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: