সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা

ডেইলি সিলেট ডেস্ক ::
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এতে আরও বলা হয়, রাঙামাটি জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্তকতা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়া জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস থেকে জেলা শহরে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

রাঙামাটি লঞ্চ মালিক সভাপতি মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপত্তার জন্য উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

রাঙামাটি আবাহওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭.২২ মিলিমিটিার এবং গত ৪৮ ঘণ্টায় যা ১৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে তাই পাহাড় ধসের ঝুঁকি এড়াতে শহরে মাইকিং করা হচ্ছে। পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য শহরে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে। তবে আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকলেও যেতে অনিহা বসবসকারীদের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: