সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাহজালালে ইয়াবাসহ আটক ১

ডেইলি সিলেট ডেস্ক ::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ডিএনসির যৌথ অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটকৃ‌তের নাম দ্রুব দাশ (২৫)।

শুক্রবার সকালে বিমানবন্দরের ১নং টার্মিনালে পার্কিংয়ের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের ১নং টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে অভিযুক্ত দ্রুব দাশকে ১নং টার্মিনালের সামনের পার্কিং এলাকার সামনে দেখতে পায় আভিযানিক দল।

এসময় তাকে অপ্রস্তুত এবং সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা তিনি অস্বীকার করলেও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন দ্রুব দাশ। প‌রে তিনি নিজেই তার কাছে থাকা নীল রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। ইয়াবা গণনার পর দেখা যায় সেখানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা রয়েছে।

আটক দ্রুব দাশ কক্সবাজার জেলার টেকনাফ থানার অধিবাসী। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: