cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার লালাখালের তেলাঞ্জি নামক স্থানে সারী নদীর ১৩০১ নং মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুবেল আহমদ। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সকালে রুবেলসহ আরও দুজন সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় খাসিয়াদের গুলি চালালে রুবেল পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর মারা যান।
স্থানীয়রা জানান, চোরাকারবারি মনে করে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। গুলিতে আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)। গুলির পর রুবেল পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। আহত অপর দুইজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।