সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দীপিকার সুন্দর ত্বকের গোপন রহস্য জানেন কি?

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড তারকা পরিচয় ছাপিয়ে নিজেকে করে তুলেছেন এক বৈশ্বিক ফ্যাশন আইকন। ভারতের যে তারকার সঙ্গে বিশ্বের বড় বড় ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডগুলো যুক্ত হয়েছে, তিনি আর কেউ নন, দীপিকা পাড়ুকোন।

শোনা যায় দীপিকা শরীরচর্চাটাই মন দিয়ে করেন। রূপচর্চায় নায়িকার নাকি চরম অনীহা। দীপিকাকে দেখে অবশ্য সে কথা বিশ্বাস করতে খানিক কষ্ট হয়। ঝকঝকে চেহারা, জেল্লাদার মসৃণ ত্বক, ঝলমলে চুল— কোনও বিশেষ যত্ন ছাড়াই এমন সৌন্দর্য পাওয়া কি সত্যি সম্ভব? অনেকের মনেই এমন প্রশ্ন জন্ম নেয়।

পেশাগত প্রয়োজনে এবং ছবির চরিত্রের জন্য সাজগোজ করতেই হয়। কিন্তু ব্যক্তিগত জীবনে দীপিকার সাজগোজ যে প্রচণ্ড জমকালো, তা নয়। মাঝেমাঝে বিমানবন্দরে এমন বেশে উপস্থিত হন নায়িকা যে, দেখে মনে হবে তিনি সদ্য ঘুম থেকে উঠেছেন। এমন অগোছাল সৌন্দর্য অবশ্য তাকে মানায়। পরিস্থিতি অনুযায়ী সাজতে ভালবাসেন তিনি। কিন্তু তাই বলে দীপিকা ত্বকের যত্নে কিছুই করেন না, সে কথা ঠিক মেনে নেয়া যায় না। সারা জীবনে তিনি কম সাক্ষাৎকার দেননি। কোনও বারই নিজের মুখে রূপচর্চার রহস্য ফাঁস করেননি। তবে রহস্য তো একটা রয়েছেই। নিজেরা স্বীকার না করলেও নায়িকাদের অনেক গোপনীয়তাই প্রকাশ্যে চলে আসে অনেক সময়ে। অনেকেই হয়তো জানেন না দীপিকা সাবান ব্যবহারই করেন না। সাবান ত্বক রুক্ষ করে তোলে। খসখসে হয়ে যায়। তাই সাবান ব্যবহার করা থেকে শতহস্ত দূরে থাকেন তিনি।

সাবান না মাখলেও দীপিকা লুফা ব্যবহার করেন। লুফা এমনিতেই ত্বকের জন্য বেশ ভাল একটি সামগ্রী। দীপিকার মতো অনেকেই লুফা ব্যবহার করেন। কিন্তু দীপিকা শুধু লুফাটাই ব্যবহার করেন। এতে নাকি ত্বকের যাবতীয় মরা কোষ দূর হয়। ত্বক উজ্জ্বল হয়। রক্ত চলাচলও ভাল থাকে।

ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে লুফা খুবই উপকারী একটি বস্তু। তবে লুফা ব্যবহারের আগে এক বার গরম পানিতে ভিজিয়ে নেয়া জরুরি। লুফার জাল এমনিতে বেশ শক্ত হয়। ব্যবহারের আগে যদি পানিতে ভিজিয়ে নেয়া যায়, তা হলে সেগুলি নরম হয়। ত্বকে ক্ষত সৃষ্টি হওয়ার আশঙ্কাও থাকে না।

লুফা যেমন ত্বকের যত্ন নেয়। তেমনই লুফারও তো যত্ন নেওয়া জরুরি। নয়তো অপরিষ্কার লুফা থেকেই আবার সংক্রমণ ছড়াতে পারে। লুফার জালে বাসা বেঁধে থাকে নানা ব্যাক্টেরিয়া। যে সব মরা কোষ আর ধুলো-ময়লা শরীর থেকে তুলে নেয় লুফা, সেগুলি তাতেই আটকে থাকে। একই লুফা যত বার ব্যবহার করবেন, ততই ব্যাক্টেরিয়া ত্বকে বাসা বাঁধতে শুরু করবে। তাই লুফা ব্যবহারের পর সেটা স্নানঘরে না রেখে দিয়ে জামাকাপড়ের সঙ্গে রোদে শুকিয়ে নিন। যাতে পর্যাপ্ত আলো, বাতাস লুফার গায়ে লাগতে পারে। এতে লুফা থাকা ব্যাক্টেরিয়া সহজে মরে যাবে

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: