cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বর্জন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটির প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ভোট গ্রহণ শেষে এ ঘোষণা দেন। এছাড়া সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দলটি।
তিনি বলেন, অনিয়মের অভিযোগে আসন্ন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনও বয়কট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরআগে, একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়ার অভিযোগ করেছিলেন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম।
বরিশাল মহানগর পুলিশ কমিশনারের কাছে দেয়া লিখিত অভিযোগে তিনি দাবি করেন, এজেন্টকে বের করে দেওয়ার খবর শুনে ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার শিকার হন তিনি।
বরিশাল সিটিতে বড় কোনো ঝামেলা ছাড়াই শেষ হয় ভোট গ্রহণ। সারাদিন উৎসবমুখর পরিবেশে দুই সিটিতেই ভোট দিয়েছেন ভোটাররা। এবার প্রথম ভোটে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হলেও ভোট দিতে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন ভোটাররা।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলো নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলো রাখা হয় সিসিটিভি ক্যামেরার নজরদারিতে যা নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষণ করা হয়।
বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
Leave a Reply