cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
তুর্কি লেখক এবং চলচ্চিত্র নির্মাতা নুরি বিলগে সিলানের সিনেমা ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে। ফ্রান্সের রিভেরা শহরে মুষলধারে বৃষ্টির মধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যালের সিনেমা প্রিমিয়ারের পর লাল গালিচায় ফিরে আসেন সিলানের দল।
সিলান এবং তার ফিল্ম টিম প্যালাইস দেস ফেস্টিভ্যালের সামনে জড়ো হয় এবং লাল গালিচায় বৃষ্টির কারণে প্লাস্টিকের চাদর বিছানো রেড কার্পেটের দিকে তাকিয়ে থাকেন।
সিলানের এ সিনেমার গল্প এগিয়েছে তুরস্কের একটি প্রত্যন্ত গ্রামে একজন শিক্ষককে কেন্দ্র করে। যিনি তার শিক্ষকতা জীবন শেষ করে এখন অবসরে আছেন।
সিলানের ১৯৭ মিনিটের ‘অ্যাবাউট ড্রাই গ্রাস’ সিনেমাটি মানুষের অধিকার, ভালো-মন্দ, স্বার্থপর হওয়া, অ্যান্টি-হিরো হিসেবে কাজ করা, মানুষের মনের মনোযোগ এবং বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্পই বলেছে।
নুরি বিলগে সিলান তার সিনেমা ‘উইন্টার স্লিপ’ এর জন্য ২০১৪ সালে ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে পালমে ডি’অর পান। যখন তার পাঁচটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য তুরস্কে নির্বাচিত হয়েছিল।