cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরাদ্দকৃত প্রতীক অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন নৌকা, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।
অপর দুই স্বতন্ত্র প্রার্থী মো. হারুন আল রশীদ ঘোড়া এবং সরকার শাহানুর ইসলাম পেয়েছেন হাতি।
এছাড়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়রপ্রার্থী গাজী আতাউর রহমান হাতপাখা, গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ এবং জাকের পার্টির মো. রাজু আহমেদ গোলাপফুল প্রতীক পেয়েছেন।
জানা গেছে, সোমবার (৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্বাচনে চুড়ান্তভাবে মেয়র পদে আট জন সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে দেশের বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৫৩৩, নারী ভোটার ৫ লাখ ৮৯ হাজার ৮১২ ও হিজড়া ভোটার ১৮ জন।
Leave a Reply