সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কিংবদন্তি নির্মাতা সি.বি. জামান হাসপাতালে ভর্তি

ডেইলি সিলেট ডেস্ক ::
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সি.বি. জামান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে মগবাজারের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাকের কথা।

পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সি.বি. জামানের ছেলে সি.এফ. জামান। ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন সি.বি. জামান। ১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন ‘ঝড়ের পাখি’ (১৯৭৩), ‘উজান ভাটি’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩), ‘শুভরাত্রি’ (১৯৮৫), ‘হাসি’ (১৯৮৬), ‘লাল গোলাপ’ (১৯৮৯) ও ‘কুসুম কলি’র (১৯৯০) মতো চলচ্চিত্র।

টানা ২৯ বছর পর ২০১৯ সালে ‘অ্যাডভোকেট সুরজ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হলেও অসুস্থতার কারণে সেটি শেষ করতে পারেননি এই নির্মাতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: