cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বিশ্ব জুড়ে ঈদ উদ্যাপনের ধুম। তবে ‘মন্নত’-এর বাইরে তখন অন্য উপাসনার তোড়জোড়। প্রতীক্ষায় প্রহর গুনছেন শাহরুখ অনুরাগীরা। তীব্র গরম, মাথায় রোদের তেজ, তবে পরোয়া নেই। প্রিয় তারকাকে এক বার চোখের দেখা দেখবেন বলেই মন্নতের বাইরে সকাল থেকে ভিড় জমিয়েছেন হাজারো অনুরাগী।
সকাল থেকে অপেক্ষা, অবশেষে দেখা দিলেন শাহরুখ খান। এক কথায়, অভিনেতা ঈদে উপহার দিলেন তার অনুরাগীদের। ঈদের দিন ভক্তদের দর্শন দেবেন শাহরুখ, বেশ কয়েক বছর ধরেই এটাই চল। ‘মন্নত’-এর প্রবেশদ্বারের কাছে উঁচু প্রাচীরের উপর দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন ‘বাদশা’। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন নীচে দাঁড়ানো হাজারো ভক্তকে। বাবার সঙ্গে ছিল ছোট আব্রামও।
অপেক্ষমাণ অনুরাগীদের জন্য কখনও উড়ন্ত চুমু ছুড়েছেন। কখনও আবার সালাম জানিয়েছেন। কখনও আবার শারুখোচিত পোজ দিয়েছেন, হাত নেড়ে অভিবাদন জানিয়েছে ছোট্ট আব্রাম। বাবা-ছেলে দু’জনেই হাজির শ্বেতশুভ্র পোশাকে। সাদা টিশার্ট-প্যান্ট, হাতে মোটা ব্যান্ডের ঘড়ি, গলায় বিডসের মালা। আব্রাম পরেছিল আফগানি কুর্তা,পাজামা। ভক্তদের সঙ্গে তার মোলাকাতের মুহূর্ত নিয়ে নিজের অনুভূতি তাদের সঙ্গেই ভাগ করে নিয়েছেন নায়ক। লিখেছেন, ‘‘ঈদে আপনাদের সবার সঙ্গে দেখা করে কী ভাল যে লাগল আল্লাহ আপনাদের ভালবাসায় ভরিয়ে দিন, আশীর্বাদ করুন। ঈদ মোবারক।’’