cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সালমান খানের বোন অর্পিতা খান ঈদ উপলক্ষে এক পার্টির আয়োজন করেছেন। ঈদের রাতে সেই পার্টিতে এসেছিলেন বলিউড তারকারা। সালমান, কঙ্গনা, আমির, ক্যাটরিনা, কার্তিক, সুনীল শেঠি সকলেই জমকালো পোশাকে উপস্থিত হয়েছেন পার্টিতে।
পার্টিতে আরও ছিলেন দিয়া মির্জা, হুমা কুরেশি, টাবু, হেলেন, সালমা খান, সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, পূজা হেগড়ে, মিনি মাথুর, কবীর খান, সোহেল খান। এছাড়াও ছিলেন সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানি, আরবাজ খান, অংশুলা কাপুর, দিশা পাটানি, ইব্রাহিম আলি খান, ঈশিতা দত্ত, বৎসল শেঠসহ অনেকেই।
পার্টিতে সালমান পরেছেন কালো শার্ট ও ডেনিম। আমির বেঁছে নিয়েছেন শর্ট কুর্তা। কার্তিককেও গাঢ় নীল শার্টে দেখা গেছে।
কঙ্গনাকে হলুদ-সবুজ-নীলের মিশ্রণে জমকালো আনারকলি স্যুটে দেখা গেছে। ক্যাটরিনা পরেছেন অফ হোয়াইট রঙের ভি নেকের আনারকলি।
দীর্ঘ চার বছর পর ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেয়েছে। এই ছবিটির পরিচালনা করেছেন ফারহাদ সামজি। সালমানের বিপরীতে এই ছবিতে পূজাকে দেখা গিয়েছে। এছাড়া এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শেহনাজ গিল, পালক তিওয়ারি, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, প্রমুখ।