সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার : ৩ পদে ভোটযুদ্ধে আছেন ৮ প্রার্থী

সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ ৩টি পদে ভোটযুদ্ধে আছেন ৮ প্রার্থী। তাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর বেছে নেবেন আগামী নেতৃত্ব।
সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী নজিবুর রহমান নজিব, মঈনউদ্দিন সুহেল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল কাদির শাহী ও মহবুব চৌধুরী।
লিখিত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম ও ত্রাসের রাজনীতি কায়েম করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও বেঁচে থাকার ন্যূনতম অধিকার নিশ্চিতের আন্দোলন জোরদার করার লক্ষ্যে সিলেট জেলা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, বিএনপি সব সময়ই গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী তাই দায়িত্ব পেয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে কমিটি উপহার দিয়েছি। আমরা কখনওই কমিটি চাপিয়ে দিইনি। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (১০ মার্চ) দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মহানগর বিএনপির নেতৃত্বে আসতে তিনটি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে- সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: