cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তাহিরপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুলাল মিয়ার বসতবাড়ি আগুনে পুড়ে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি, পিআইও কাজী মাসুদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার ভোর রাতে দুলাল মিয়ার বসত বাড়িতে আগুন লাগলে আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগার খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ঘরের ভেতরে থাকা গরু, হাঁস মোরগ, আসবাবপত্র, ঘরের ভেতরে লেডিস টেইলার্স দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
Leave a Reply