সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৯ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গাড়িটি পেলেন হিরো আলম, যা হবে গরিবের অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ সংবাদদাতা :

উপহার পাওয়া নোয়া মাইক্রোবাসটি গরিব রোগীদের চিকিৎসার কাজে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে জানালেন আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসের চাবি গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান।

চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল জব্বার গাউছিয়া একাডেমির প্রিন্সিপাল এম মখলিছুর রহমান সম্প্রতি ফেসবুক লাইভে ওয়াদা করেন- বগুড়ার দুটি আসনে উপনির্বাচনে জিতলে বা হারলে হিরো আলমকে তার ব্যক্তিগত গাড়িটি উপহার দেবেন।

সেই গাড়িটি বুঝে নিতে আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) নরপতি গ্রামে পৌঁছালে অসংখ্য নারী-পুরুষ আনন্দ-উল্লাসে হিরো আলমকে বরণ করে নেন।

হিরো আলম বলেন, সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে এর প্রমাণ আজ মখলিছুর রহমান দিলেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। করোর টাকা আছে, মন নেই। আবার করো মন আছে, টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন। দেশ-বিদেশ অনেকে আমাকে বলেছেন ভালোবেসে কেউ কোনোকিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালোবাসার জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, আমার গাড়ি আছে। তাই এই গাড়ি গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে।

এর আগে অনুষ্ঠানস্থলে মখলিছুর রহমান গাড়ির চাবি ও কাগজপত্র হিরো আলমের হাতে তুলে দেন।

এদিকে ঢাকা থেকে চুনারুঘাট যাওয়ার সময় পথিমধ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ হিরো আলমের গাড়ি আটকে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ওসি মাইনুল ইসলাম ভূইয়া জানান, হিরো আলমকে বহন করা গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে এ জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: