সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে পাসের হার কমেছে ১৭ দশমিক ৯৬ শতাংশ

বিশেষ প্রতিবেদক ::

এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের ফল বিপর্যয় ঘটেছে। এ বছর সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর যা ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ। এবার এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। তবে গত বছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৩১।

চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৯০ হাজার ৯৪৮ জন পাস করেছে। ফেল করেছে ২৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে ৪৯ হাজার ৮৭ জন ছেলে ও ৬৬ হাজার ৩০৪ জন মেয়ে পরীক্ষার্থী পাস করেছে। ছেলে ও মেয়েদের পাসের হার যথাক্রমে ৭৮ দশমিক ৭১ শতাংশ ও ৭৮ দশমিক ৯০ শতাংশ।

এবার এই পরীক্ষায় ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫৪ জন ছেলে ও ৪ হাজার ৩১১ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে এবারও সিলেট বোর্ডে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে গত বছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৩১।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল পরিসংখ্যান অনুযায়ী এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীন ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।

সিলেট শিক্ষাবোর্ডের অধীন চার জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় ৪৩ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ হাজার ১৩ জন। এই জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ।

সুনামগঞ্জ জেলার মোট ২৩ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৬০৯ জন। এই জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ।

হবিগঞ্জ জেলার মোট ২৩ হাজার ৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৭১৭ জন। এই জেলায় ৭৭ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া মৌলভীবাজার জেলায় মোট ২৫ হাজার ৩৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৬০৯ জন। এ জেলায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

এবারে সিলেট বোর্ডে বিজ্ঞানবিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। এই বিভাগে ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ হাজার ৭৩৭ জন পাস করেছে।

জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ১০৬ জন এবং মেয়ে ৩ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে এ বিভাগে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৬৯ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৬৫ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সবচেয়ে কম ব্যবসায় শিক্ষায় বিভাগের পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। এই বিভাগে মোট ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। জিপিএ ৫ পেয়েছে মোট ২৮২ জন শিক্ষার্থী। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডে মানবিক বিভাগে পরীক্ষার্থী সবচেয়ে বেশি হলেও পাসের হার সবচেয়ে কম। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮৯ জন শিক্ষার্থী।

ফল বিপর্যয় প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, এবার সিলেট বিভাগে দীর্ঘমেয়াদি দুই দফার বন্যার কারণে শিক্ষার্থীদের নোট খাতাসহ অনেক শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যায়। শুধু পাঠ্যবই সরবরাহ করা হলেও নোটখাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করা সম্ভব হয়নি। যার কারণে প্রত্যাশিত ফল হয়নি। এ ছাড়া মানবিক বিভাগে বেশি পরীক্ষার্থী হলেও বেশিরভাগই গণিতে ফেল করেছে। ফলে সার্বিকভাবে এ বোর্ডের ফলে প্রভাব ফেলেছে। তবে গুণগত শিক্ষার মান বেড়েছে। গত বছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৩১।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এসএসসি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ ও কলেজ পরিদর্শক ড. মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: