সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জে সড়কে পার্কিং করা তিনটি আন্তঃজেলা বাস পুলিশ আটকে রাখা ও বাসস্টেশন বর্ধিত করার দাবিতে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউর করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি আন্তঃজেলা বাস অবৈধ পার্কিংয়ের দায়ে পুলিশ আটকে রাখে। এর প্রতিবাদে সকাল ৭টা থেকেই সড়কের স্থানে স্থানে পরিবহন শ্রমিকদের অবস্থান। আন্তঃজেলা বাস, আঞ্চলিক বাস, মাইক্রোবাস, ট্রাক, লেগুনা, সিএনজি কিছুই চলছে না সকাল থেকে। জরুরি প্রয়োজনে ভোর থেকেই আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীরা শহরের পুরাতন বাসস্টেশন এবং মল্লিকপুরের নতুন বাসস্টেশনে এসে চরম বেকায়দায় পড়েছেন। অপেক্ষায় আছেন কখন বাস ছাড়বে।

সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউর করিম বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা মিটিংয়ে বসেছিলাম। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আমরা জানিয়েছি বাস টার্মিনালে লোকাল বাসই রাখার জায়গা হয় না। এর মধ্যে আন্তঃজেলা বাস রয়েছে ৮০টির বেশি। এই বাসগুলো টার্মিনালে রাখার কোনো ব্যবস্থা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা বাস টার্মিনালের পুকুর ভরাট করে টার্মিনাল বড় করার দাবি জানিয়েছি। সে দাবি তারা মেনেছেন। বাস টার্মিনাল বড় না করা পর্যন্ত আমরা সড়কের ওপর গাড়ি রাখতে পারব সেটিও মেনেছেন। তাই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।’

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাস ধর্মঘট নিয়ে শুক্রবার বিকেলে পরিবহন নেতাদের সঙ্গে বসেছিলাম। তারা কিছু দাবি জানিয়েছেন। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে আমরা সেগুলো বাস্তবায়ন করব।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: