cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির পাশে এডিস মশার লার্ভা’র সন্ধান মিলিছে। বুধবার সিলেট সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমান আ’দালতের অ’ভিযানে এডিসের লার্ভা’র সন্ধান মিলে।
অ’ভিযানে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির আশপাশ অ’পরিচ্ছন্ন রাখায় ১ লাখ ৬০ হাজার টাকা জ’রিমানা করেে আ’দালত।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মক’র্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এই ভ্রাম্যমান আ’দালত পরিচালনা করেন। অ’ভিযানকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মক’র্তা ডা. মো. জাহিদুল ইস’লাম ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কী’ট ত্বথ্যবিদ মো. নজরুল ইস’লাম।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মক’র্তা ডা. মো. জাহিদুল ইস’লাম জানান, অ’ভিযানে নগরের দক্ষিণ সুরমা ভা’র্থখলা এলাকার কয়েছ এন্ড ব্রাদার্স, ধর স্যানেটারী, নাজমুল এন্ড ব্রাদার্স, মেসার্স খালেদ এন্ড ব্রাদাস ও একটি বাড়িতে এডিশ মশার লার্ভা’র উৎস পাওয়া যায়।
তিনি বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও আবর্জনা ও পানি জমিয়ে রাখার কারণে তাদের ১ লাখ ৬০ হাজার টাকা জ’রিমানা করা হয়।
এডিশ মশা জমে থাকা পরিস্কার পানিতে জন্মায় জানিয়ে এই স্বাস্থ্য কর্মক’র্তা বলেন, বাড়ির খোলায় জায়গা, নারকেলের খোসা, ফুলের টব, বাসার ছাদ, পরিত্যক্ত ভবন কিংবা নির্মানাধীন ভবনে যেনো পানি জমে না থাকে সেব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। অ’ভিযানে কারো বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের পাশে এডিসের লার্ভা পাওয়া গেলে সাথেসাথে আইনুনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এডিশ মশার উৎস অনুসন্ধান ও এডিশ মশার বংশবৃদ্ধি রোধ কল্পে সিসিকের বিশেষ অ’ভিযান শুরু হয়েছে। জমে থাকা পরিস্কার পানিতে এডিশ মশা সহ’জেই বংশবৃদ্ধি করতে পারে। ফলে ডেঙ্গুর মতো ভ’য়াবহ রোগে ছড়িয়ে পড়তে পারে নগরীতে। এজন্য সবাইকে সতর্ক হতে হবে।